হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
তারিখ: ৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা আয়োজন করেন তিনি। সভায় পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, জাতির বহুল প্রত্যাশিত একটি উৎসবমুখর নির্বাচন। সকলের সহযোগিতায় আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের। প্রায় ১৭ বছর পর জাতি স্বপ্ন দেখছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। সেই লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে। নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। তফসিল ঘোষণার পর যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে পুলিশের সর্বোচ্চ সতর্কা রয়েছে। কেউ সহিংসতা করতে চাইলে আমরা প্রতিরোধ করব। এ ছাড়াও তিনি মাদক বিক্রি-সেবন, ডিসি অফিসের ভেতরে পরিত্যক্ত ভবনে অনৈতিক কার্যকলাপ এবং শহরের যানজট নিরসনে কাজ করবেন। সভায় সাংবাদিক ছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

প্রথম পাতা