মোটর সাইকেল দূর্ঘটনার জের ॥ মাধবপুরে বিক্ষুব্ধ জনতার ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ
তারিখ: ১১-সেপ্টেম্বর-২০১৫
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার দরগা গেইট এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি ট্রাক্টর একট মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই সাইকেলে বসা ৩ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থানার ভাটি শইলজোড়া গ্রামের হারুন মিয়ার ছেলে মাসুম মিয়া (২৪) সিদ্দিক আলীর ছেলে মুখলেছ (২২), জহির উদ্দিনের ছেলে শাহাবউদ্দিন (১৮) ওই সড়ক দিয়ে যাবার পথে মহাসড়কে স্টার সিরামিকের একটি মালবাহি ট্রাক্টর মোটর সাইকেলকে চাপা দিলে আরোহীরা গুরুতর আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ও ঢাকায় পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ শত-শত জনতা মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের দুপাশে শত-শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী সাধারনরা দুর্ভোগে পড়ে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি শান্ত হলে অবরোধ প্রত্যাহার করে নেয়।

প্রথম পাতা
শেষ পাতা