৬ জনের বিরুদ্ধে থানায় মায়ের মামলা দায়ের ॥ বানিয়াচঙ্গে মোবাইল চুরির অপরাধে কিশোরীকে অমানুষিক নির্যাতন
তারিখ: ১১-সেপ্টেম্বর-২০১৫
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচঙ্গে মোবাইল ফোন চুরির দায় চাপিয়ে তাসলিমা (১৭) নামে এক যুবতিকে নিমর্মভাবে প্রহার করেছে আছমা বেগম ও তার লোকজন। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্মম এ ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে ৫ মহিলাসহ ৬ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, পাশের বাড়ির আছমা বেগমের একটি ব্যবহৃত মোবাইল ফোন কে বা কারা তার ঘর থেকে নিয়ে যায়, অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও মোবাইলটি পাওয়া যায়নি। এক পর্যায়ে পার্শ্ববর্তী বাড়ির তাসলিমাকে সন্দেহ করে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকে। পরের দিন এনিয়ে তাসলিমার ছোট বোন নাসিমার সাথে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার এক ফাঁকে আছমার সহযোগীরা নাসিমাকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পেঠাতে থাকে। এ খবর পেয়ে তার বাবা মা ছুটে আসেন নাসিমাকে রক্ষা করার জন্যে। পরে আছমাসহ তার অন্য সহযোগীরা দৌড়ে বাড়িতে গিয়ে তাসলিমাকে জোর করে উঠিয়ে নিয়ে এসে তার পড়নের কাপড়চোপড় ছিড়ে ফেলে এবং অমানুষিক নির্যাতন চলায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে ৬ জনের নামে বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রথম পাতা
শেষ পাতা