বানিয়াচঙ্গে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি মজিদ খাঁন
তারিখ: ৩১-মে-২০১৬
জীবন আহমেদ লিটন, বানিয়াচং ॥

কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে সিলেট অঞ্চলের শষ্য নিবিরতা বৃদ্ধিকরণ প্রকল্প আওতায় বানিয়াচংয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টায় মেলা উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মজিদ খান বলেন, সরকার কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে সংসম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বানিয়াচংয়ে এবারও কৃষকদের কাছ থেকে ৪ হাজার ৮ শ ৩৩ টন ধান সংগ্রহ শুরু করে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, বানিয়াচং থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শোকরানা, সমাজ সেবা অফিসার জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা