বানিয়াচং প্রতিনিধি ॥ নিউজ টেলিভিশন ৭১ বাংলার বানিয়াচং প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করায় সাংবাদিক জীবন আহমেদ লিটনকে সংবর্ধনা প্রদান করেছে বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে ইউনিটির অস্থায়ী কার্যালয় স্থানীয় বড়বাজারস্থ ডা. জমির আলী শপিং কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। রিপোর্টার্স ইউনিটির (আজীবন) সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এসএম জহিরুল ইসলাম নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিটির সহ-সভাপতি আক্কাছ আলী খান, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময়ের বানিয়াচং প্রতিনিধি মোঃ মোতাব্বির হোসেন, বাংলা টিভি’র বানিয়াচং প্রতিনিধি আল-আমিন খান প্রমুখ। উপস্থিত ছিলেন, ইউনিটির নির্বাহী সদস্য মাস্টার ইফতেখার উদ্দিন, দৈনিক তরফ বার্তার বানিয়াচং প্রতিনিধি মোঃ সুজন মিয়া ও মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য সাংবাদিক জীবন আহমেদ লিটন স্থানীয় ও জাতীয় পত্রিকায় দীর্ঘদিন যাবত কলম সৈনিক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সামাজিক ও রাজনৈতিক সংগঠনেরও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এক যুগ যাবত। প্রকাশ থাকে যে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক গত ২৯ এপ্রিল ২০১৮ খ্রিষ্টাব্দ ঢাকাস্থ বিএমএ ভবন অডিটরিয়ামে ৭১ বাংলা টেলিভিশনের ক্যাবল টিভিতে সরাসরি সম্প্রচারের শুভ উদ্ধোধন করেন। এর আগে চ্যানেলটি অনলাইনে সম্প্রচারিত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়ে ছিল।