মাধবপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৮
তারিখ: ১৬-মে-২০১৮
মোস্তাকিম বিল্লাহ ॥

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও আহত হয়েছে অন্তত ৮ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। মহাসড়কের হরিতলা স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ যাত্রী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এছাড়াও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার দীহিপাড়া উপজেলার মৃত বিজেন চন্দ্র সাহার পুত্র শ্যামল কুমার সাহা (৪০), নরসিংদি জেলার রায়পুর উপজেলার মৃত ফজলুর রহমানের পুত্র ফরহাদ মিয়া (৫০), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মৃত আব্দুল মতিনের পুত্র আব্দুর রহমান (৪২) ও সাতক্ষিরা জেলার পলাশপুর উপজেলার নজরুল ইসলামের পুত্র সেলিম রেজা (৪৫)। আহতদের মধ্যে ফরহাদ মিয়া (৪০), হাজিফুর রহমান (৩২), বুলবুল আহমেদ (৩৬), সারোয়ার জাহান (৩০), জামাল উদ্দিন (৩২), রবিউল ইসলাম (২৮) ও কাশেম মিয়া (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়ছে। সেখানে চিকিৎসাধীন ফরহাদ মিয়া নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ডাঃ গৌতম বরণ মিস্ত্রি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। এছাড়াও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা গেছে। তিনি বলেন বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।