সিভিল সার্জনের প্রেস ব্রিফিং-এ তথ্য প্রকাশ ॥ আগামী শনিবার জেলায় ৩ লাখ ৩৯ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
তারিখ: ১৩-জুলাই-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

গত বছর হবিগঞ্জ জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সফলতার হার ছিল প্রায় ৯৯ শতাংশ। এ বছর সফলতার হার বাড়াতে আরও কিছু উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন। এর মাছে রয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পূর্ব দিন জুম্মার নামাজের খুতবার সময় সকল মসজিদে প্রচারর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদেরকে সম্মানী প্রদান। গতকাল বৃহস্পতিবার দুুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংএ সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী এই তথ্য জানান। তিনি আরও জানান, এ বছর জেলায় ৩ লাখ ৩৯ হাজার ৬০৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মাঝে ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪১ হাজার ৪৭৭জন এবং ১২-৫৯ মাস বয়স শিশুর লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৮ হাজার ১২৮ জন। জেলার ১ হাজার ৮৮৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ৪ হাজার ৮শ ৩৮জন কর্মী। এর মাঝে স্বেচ্ছাসেবক হলেন ৩ হাজার ৭৯২জন। প্রেস ব্রিফিংকালে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিৎ কুমার সাহা, মেডিকেল অফিসার ডা. মুখলেছুর রহমান উজ্জল, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া এবং সাধারন সম্পাদক রাসেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন শর্মা এবং কলিম উল্লাহ শিকদার। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

প্রথম পাতা