বানিয়াচঙ্গে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ৩নং ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন
তারিখ: ১৪-সেপ্টেম্বর-২০১৮
বানিয়াচং প্রতিনিধি ॥

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ঝাকজমপুর্ণ পরিবেশে বানিয়াচঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্ণামেন্ট’র ২০১৮’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী এল আল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপুর্ণ এই ফাইনাল খেলায় বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে বানিয়াচং ৩নং দক্ষিণ-পুর্ব ইউনিয়ন পরিষদ একাদশ। উত্তেজনাপূর্ন খেলায় প্রথমার্ধে ৩নং ইউনিয়নের পক্ষে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবুর রহমান। দ্বিতীয়ার্ধের খেলায় ২নং ইউনিয়নের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় অপি একটি গোল করে খেলায় সমতা ফেরান। পরে চমৎকার খেলা দিয়ে দ্বিতীয় গোল করে ৩নং ইউনিয়নের হাবিবুর রহমান দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়ী হয় বানিয়াচং ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ একাদশ। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেনবুট পেয়েছেন বিজয়ী দলের ১৭নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন মিয়া। অন্যদিকে টুর্ণামেন্টে সর্বোচ্চ (৪টি) গোল দিয়ে গোল্ডেনবল পেয়েছেন ২নং ইউনিয়নের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় অপি। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উক্ত টুর্ণামেন্টে’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সেক্রেটারি আমির হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ইকবাল হোসেন খান। ফাইনাল খেলাটি দেখতে আসা দর্শকের তিলধারণের কোন জায়গা ছিলনা মাঠে। স্কুলের ছাদের উপর, গাছের ডালে, আবার কেউ বা বাঁশ দিয়ে আঁড় বেধে এই ফাইনাল খেলা উপভোগ করেন। এদিকে খেলায় যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সক্রিয়। ফাইনাল খেলাটি রেফারি হিসেবে দায়িত্বপালন করেন বাফুফে’র প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি আবুল কাশেম। সহকারি রেফারি ছিলেন ওমর শেখ জিতু ও জিল্লুর রহমান। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মতিউর রহমান মতি। অন্যদিকে মাঠে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেই স্বার্থে এই প্রথম পুরো মাঠকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়। খেলায় ধারভাষ্যকার হিসেবে ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগাখান। খেলায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, চেয়ারম্যান রেখাছ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান, আবুল কাশেম চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান, এরশাদ আলী, মাধ্যমিক কর্মকর্তা কাওছার শোকরানা, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, ক্রীড়া ব্যক্তিত্ব এনামুল মোহিত খান, সাহিবুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল রউফ, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও আশেপাশের কয়েকটি উপজেলা থেকে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীসহ প্রায় ১৫ হাজার দর্শক।
টুর্ণামেন্ট সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সমাপ্ত হওয়ায় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্য ও উপকমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব ১৭) এর সভাপতি মামুন খন্দকার।

প্রথম পাতা