৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ॥ লাখাই’র করাবে দুই গোষ্ঠীর ভয়ানক সংঘর্ষ ॥ পুলিশসহ আহত অর্ধশতাধিক
তারিখ: ৩-জানুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

লাখাই উপজেলার করাব গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত দফায়-দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ছাড়াও ৪ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের নোয়াহাটি ও মোল্লা বাড়ির দুই গোষ্ঠীর মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে গতকাল বুধবার দুপুর ১টায় দুই গোষ্ঠীর লোকজনের মাঝে সংঘর্ষ বাধেঁ। এ সময় লাখাই-হবিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থা চলতে থাকে বিকেল ৩টা পর্যন্ত। দফায়-দফায় ঘটে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা। খবর পেয়ে লাখাই ও হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে ৯ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে শফিকুল ইসলাম, লিলু মিয়া, রিপন মিয়া, মোস্তাক মিয়া, মশিদুল, সুজন মিয়া ও নাজিম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়। তবে আহতরা গ্রেফতার আতংকে সন্ধ্যার দিকে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। আহত অন্যান্যদের শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রথম পাতা