ওসি মধ্যস্থতায় শায়েস্তাগঞ্জে ইমা ও চান্দের গাড়ীর বিরোধ নিষ্পত্তি
তারিখ: ১৬-নভেম্বর-২০১৯
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মেল হোসেনের মধ্যস্থতায় ইমা ও চান্দের গাড়ীর দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে থানা প্রঙ্গণে ওসি মোহাম্মেল হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আলোচনা সাপেক্ষে যাত্রী পরিবহনকারী ইমা ও চান্দের গাড়ীর বিরোধ নিষ্পত্তি হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, চান্দের গাড়ী মালিক-শ্রমিক সমিতির সভাপতি আতাউর রহমান মাসুক, ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, সাধারণ সম্পাদক আব্দুল মুকিতসহ প্রমুখরা।

এর সত্যতা নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন জানান, যাত্রী উঠানো নিয়ে ইমা ও চান্দের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তি লক্ষ্যে উদ্যোগ করি।

তাই আজ সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে এ বিরোধ নিষ্পত্তি করে দেওয়া হয়। স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত স্থান থেকে তারা যাত্রী পরিবহন করবে। এখন থেকে তাদের মধ্যে আর কোন প্রকারের বিরোধ নেই।