শহরে ঈদের জামাত কখন কোথায়
তারিখ: ২৮-জুলাই-২০১৪
এম এ ওয়াহেদ ॥

আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদ। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা মুসলিম বিশ্ব এ দিনটিকে উদযাপন করবেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের সব কয়টি জেলায় ঈদুল ফিতরের জামাত একই দিনে আদায় হবে। হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সদর সহ প্রত্যন্ত অঞ্চলে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হবিগঞ্জ জেলার সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে। দুটি পর্বে এ জামাত অনুষ্ঠিত  হয়। ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী হজ্বব্রত পালনের জন্য সৌদি আরবে গমন করায় এবার সকাল ৮টায় শাহী ঈদগাহে প্রথম ঈদের জামাতে নামাজ পড়াবেন মাওলানা আব্দুল মোছাব্বির। সকাল ৯টায় হবিগঞ্জ শাহী ঈদগাহে দ্বিতীয় ঈদের জামাতের নামাজ পড়াবেন ক্বারী মাওলানা নাজমুল হোসাইন। শহরের সওদাগর জামে মসজিদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ওই মসজিদে ঈদের জামায়াতের নামাজ পড়াবেন মসজিদের খতীব ও জামেয়া গাউছিয়া সুন্নিয়া সুন্নিয়া একাডেমীর শিক্ষক মাওলানা সৈয়দ আজহার আহমদ এবাদ, হবিগঞ্জ টাউন মসজিদ (চাঁন মিয়া  মসজিদে) সকাল সাড়ে ৮ টায়  জামাত পড়াবেন মাওলানা নাছির উদ্দিন আখঞ্জি, এ ছাড়াও  চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত পড়াবেন মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী, হবিগঞ্জ বাজার রেলস্টেশন মসজিদের জামাত পড়াবেন মাওলানা সামছুদ্দিন আহমেদ মঙ্গলপুরী, রাজনগর মসজিদের ঈদের জামাত পড়াবেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ।

শেষ পাতা