জেলা যুবলীগের আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তারিখ: ১৭-জুলাই-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশে জঙ্গী হামলা ও নাশকতার প্রতিবাদে জেলা যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সফলের লক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আব্দুল মালেক, সজল রায়, রন্টু পুরকায়স্থ, শওকত আকবর সোহেল, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ, এমএ হাকিম, মোঃ আলম মিয়া, ফারুক মিয়া, জামাল মিয়া, সিজিল মিয়া, ওয়াহিদুর রহমান, ওয়াহিদুজ্জামান বাবুল, সবুজ মিয়া, মুহিম, নাজু, আব্দুর রকিব রনি, মোঃ ইকবাল খান, দেলোয়ার হোসেন খান, এমএ মামুন, অলক দাশ, শাওন, আলাই মিয়া, আবুল কাশেম রুমেন প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গীবাদ ও জামায়াত শিবিরের মুজিবের বাংলায় ঠাই নেই। তাদের বিরুদ্ধে যুবলীগ কর্মীসহ জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। আজ রবিবার ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

প্রথম পাতা