জন্মাষ্টমী উদযাপনে অংশ নিতে না পারায় ফায়ার সার্ভিস ঘোষপাড়া শায়েস্তানগরবাসীর ক্ষোভ
তারিখ: ২৬-অগাস্ট-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

পরমেশ্বর ভগমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে বাংলাদেশ পূজা উদযাপন ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের স্বেচ্ছাচারী কর্মকান্ডে মঙ্গলশোভা যাত্রা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শহরের ঘোষপাড়া, ফায়ার সার্ভিস ও শায়েস্তানগর এলাকার সনাতন ধর্মাবলম্বী লোকজন। এলাকাবাসী জানায়, প্রতি বছর জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রাটি স্থানীয় মহাপ্রভূর আখড়া হইতে সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা অতিক্রম করে পুণরায় মহাপ্রভূর আখড়ায় গিয়ে সমাপ্ত হয়। এতে শহরের সকল সনাতন ধর্মাবলম্বী শিশু, নারী-পুরুষ তা উপভোগ করার সুযোগ পায়। কিন্তু এ বছর বাংলাদেশ পূজা উদযাপন ও জন্মাষ্টমী উযাপন পরিষদ শহরের ঘোষপাড়া, ফায়ারসার্ভিস ও শায়েস্তানগর এলাকা প্রদক্ষিণ না করেই মঙ্গল শোভাযাত্রাটি সমাপ্ত করে। ফলে উক্ত এলাকার শত-শত সনাতন ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষ হরিলুটের সরঞ্জামসহ দীর্ঘ আড়াই ঘন্টা অপেক্ষা করেও মঙ্গলশোভা যাত্রা উপভোগ করা থেকে বঞ্চিত হয়। উদযাপন পরিষদের এহেন আচরণে উক্ত এলাকাবাসী তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। একই সাথে ভবিষতে এ ধরণের আচরণ না করার জন্য পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় উক্ত এলাকাবাসী বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হবে।

প্রথম পাতা