প্রচন্ড গরমে অবিরত লোডশেডিং রাতে ঘুম নেই নবীগঞ্জবাসীর
তারিখ: ২৬-অগাস্ট-২০১৬
নবীগঞ্জ প্রতিনিধি ॥

“সাংবাদিক সাব পল্লী বিদ্যুৎ নিয়া কিছু লেখা লেখি ক-রইন, এতো গরমের মাঝে লোডশেডিং, রাত ঘুম অয়না”। বৃহস্পতিবার রাত ২টায় এ প্রতিবেদককে মোবাইল ফোনে কল দিয়ে এমন কথাই বলছিলেন ভোগান্তি শিকার এক ব্যক্তি। “শহর থেকে গ্রাম” সর্বত্রই লোডশেডিং। প্রচন্ড দাবদাহে এমন লোডশেডিংয়ের দুর্ভোগে পড়েছেন নবীগঞ্জ উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং যেন ঘুম কেড়ে নিয়েছে তাদের। জানা যায়, উপজেলা সদরের অফিস পাড়াতেও স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। গেল কয়েক মাস লোডশেডিংয়ের পরিমাণ কম হলেও গত ২ মাস ধরে তা মাত্রাতিরিক্ত বেড়েছে। বিদ্যুতের অভাবে দিনে গোসলের পানি জোগানোও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। নবীগঞ্জ উপজেলার সর্বত্র গত দুই মাস ধরে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। আধা ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করলে আড়াই ঘন্টা লোডশেডিং করা যেন নিয়মে পরিণত হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নবীগঞ্জ উপজেলা ১৩টি ইউনিয়নসহ দিনারপুর এলাকায় সবচেয়ে বেশি লোডশেডিং করা হচ্ছে। দিনের অধিকাংশ সময় লোডশেডিং পরও, অপরিবর্তিত থাকে রাতেও। স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তাসহ কারো যেন এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই.? এমন অভিযোগ ভুক্তভোগীদের। আইন শৃংখলা মিটিং-এ এনিয়ে একাধিকবার আলাপ হলেও যেন কানওয়ালা কর্তাবাবু ডিজিএম এর কানে ডুকছেনা এতোসব অভিযোগ। তিনি সব সময়ই আওড়াচ্ছেন মুখস্থ কিছু বুলি। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এমন ভেলকীবাজী ও অব্যবস্থাপনা এবং স্বেচ্ছাচারিতার কারনে সাধারন গ্রাহকদের মধ্যে পল্লী বিদ্যুতের প্রতি তীব্র অসন্তোষ বিরাজ করছে। যেকোন সময় সাধারন গ্রাহকরা ফুঁেস উঠতে পারেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে পারতে যে কোন সময়। ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল স্বারকলিপি প্রদানসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, পল্লী বিদ্যুতের লোডশেডিংসহ দিনে রাতে বিভিন্ন কারণে বিদ্যুত না থাকায় আমরা বড় সমস্যায় আছি। দিনে অফিসে বিদ্যুৎ না থাকলে প্রশাসনিক কাজ করতেও পড়তে হয় নানা বিপাকে। তাছাড়া পচন্ড গরমের মধ্যে রাতে ঘুমানোর চেষ্টা করা হলেও ঘুম আসেনা। রাতে বাসায় বিদ্যুত থাকেনা এ যেন ভয়াবহ অবস্থা। প্রচন্ড গরমে প্রতিদিন রাতে লোডশেডিং হলে ভাল মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি।

প্রথম পাতা