৬ নভেম্বর রব গবেষণা পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সভা সফল করার আহ্বান
তারিখ: ২৫-অক্টোবর-২০১৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

গত রবিবার বিকাল ৪ ঘটিকায় মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এমএ রব বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর মাঠ প্রাঙ্গনে জেনারেল এমএ রব গবেষণা পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আগামী ৬ নভেম্বর জেনারেল এমএ রব গবেষণা পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সভা সফল করার আহ্বানে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সফল সংগঠক ও মানবাধিকার কর্মী উজ্জীবক মাওলানা কেএমএ ওয়াহাব নাঈমী, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোর্তজা ও আলহাজ্ব কাজী মাওঃ আব্দুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা সাদা মনের মানুষ গাজী শাহাজাহান চিশতী, বীর মুক্তিযোদ্ধা কেশব রায়, বীর মুক্তিযোদ্ধা রামলাল দাশ, বীর মুক্তিযোদ্ধা আরব আলী খাঁ, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি এমএ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আব্দাল ও কামরুজ্জামান খান ইমরান, কোষাধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাষ্টার এমএ ওয়াহিদ, এ.এস.এন.এম.এ মায়িদ, ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক রেজাউল চৌধুরী, উজ্জীবক কারী মিনারা আক্তার, উম্মে ফাতিমা জান্নাতুল ফিরদাউস তামান্না, উজ্জীবক সাদিয়া আফরিন আরাবী লিপি, আলহাজ্ব মোঃ আব্দুল বাছির, আব্দুল করিম মেম্বার, লিয়াকত আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ৬ নভেম্বর রবিবার উক্ত স্থানে সংগঠনের ২৩তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন ও সফল করার উপলক্ষে জরুরী পরামর্শ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করবেন হবিগঞ্জের গণ-মানুষের নেতা আলহাজ্ব এডঃ মোহাম্মাদ আবু জাহির এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কদ্দুস আলী সরকার, হবিগঞ্জে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহজাহান। সভায় ২৪ জন সদস্যকে আজীবন সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।