মাদক জুয়া চুরি ও ডাকাতি নির্মুলের লক্ষে ॥ শহরের নাতিরাবাদে পুলিশ ও এলাকাবাসির মতবিনিময় সভা
তারিখ: ২৫-অক্টোবর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

মাদক, জুয়া, চুরি ও ডাকাতি নির্র্মুলের লক্ষে শহরের নাতিরাবাদ এলাকায় নবসনার উদ্যোগে পুলিশ প্রশাসন ও এলাকাবাসির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নাতিরাবাদ চৌধুরী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুদিপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক। সভায় আবু সাইদ বিপ্লবের সভাপতিত্বে ও মহিউদ্দিন শিপনের পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন, হাবিুবুর রহমান, মোঃ আব্দুল খালেক টেনু, আমিরুল ইসলাম, রফিক, বাবু নিতেন্দ্র সূত্রধর, এডভোকেট মানবেন্দ্র দাশ, ফখরুল আলম বাবুল, সিরাজুল ইসলাম, মনফর, আব্দুর রকিব, হাজী টেনু মিয়া, হাজী সোয়াই মিয়া, কিম্মত আলী, হোসাইন আহমেদ কাজল, কাউন্সিলর জুনায়েদ মিয়া, রুবেল আহেমদ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী লিটন, মহিবুল ইসলাম সুমন, মরিুজ্জামান লিটন, ছালেক মিয়া, কামরুল হাসান বাপ্পি, অনি, নাজমুল, সাজু, রুনু, পলাশ, রুয়েল, জুয়েল, জুবায়ের, লেবু, মিজান প্রমুখ। সভায় বক্তারা যাতে করে নাতিরাবাদ এলাকায় চুরি ডাকাতির মত ঘটনা না ঘটে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও আইনশৃংখলা বাহিনীকে সর্বদা সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।