আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রেজিয়া ॥ শায়েস্তাগঞ্জের নুরপুরে বিধবা বাদিনী’র বাড়িঘর দখল করে নিয়েছে প্রভাবশালীরা
তারিখ: ২২-জানুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জের নূরপুরে মামলা করায় ক্ষিপ্ত হয়ে রেজিয়া খাতুন নামে এক বিধবা বাদিনী’র বাড়িঘর দখল করে নিয়েছে একই এলাকার প্রভাবশালী আসামীরা। এ অবস্থায় চরম নিরাপত্তাহীন ভাবে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই বিধবা মহিলা। জানা যায়, ওই গ্রামের মৃত দিদার হোসেনের স্ত্রী রেজিয়া খাতুনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই গ্রামের আব্দুল খালেকের পুত্র মারাজ মিয়াসহ তার লোকজনের। এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি রেজিয়ার বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় মারাজ মিয়া ও তার লোকজন। এ ঘটনার পর রেজিয়া বেগম বাদী হয়ে হবিগঞ্জের দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় নূরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র মারাজ মিয়া, মারাজ মিয়ার পুত্র খোকন মিয়া, আব্দুল খালেকের পুত্র হিরা মিয়া, উজ্জল মিয়া, হিরা মিয়ার পুত্র ফয়সল মিয়া, মারাজ মিয়ার স্ত্রী শরুফা বেগম,  কন্যা মিছরা বেগম, হিরা মিয়ার স্ত্রী মদিনা বেগম ও কন্যা রিতা খাতুনকে আসামী করা হয়। মামলার বিবরণে উল্লেখ করা হয়, উল্লেখিত আসামীরা স্বদল-বলে রেজিয়ার বাড়িঘরে হামলা-ভাংচুর চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এদিকে, রেজিয়া বেগম অভিযোগ করে জানান, মামলা দায়েরের পর পরই আসামীরা ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক তার বাড়িঘর দখল করে নেয়। তখন তিনি প্রাণভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যান। এরপর দখলকৃত ভূমিতে ঘর নির্মাণসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছপালা কেটে নিয়ে যায় আসামীরা।

প্রথম পাতা