নবীগঞ্জের জমিদার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি
তারিখ: ১৭-অক্টোবর-২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর বড়বাড়ী পুরাতন জমিদার বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়ের বাড়িতে অগ্নিকান্ডে ৬টি ঘর, স্বর্নালংকার, নগদ টাকাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গত রবিবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পুরাতন জমিদার আমলের আসবাবপত্র, ১৫০ ভরি স্বর্নালংকার, নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার রতনপুর বড়বাড়ি (পুরাতন জমিদার বাড়ি) অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়ের বাড়িতে রবিবার গভীর রাতে পাশ্ববর্তী সুব্রত রায়ের ঘরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিষেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি ঘর ও উল্লেখিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নবীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ভোর ৪টার দিকে দমকল বাহিনীর লোকজন গিয়ে শেষ পর্যায়ে আগুন নিয়ন্ত্রন করে। ঘটনার খবর পেয়ে, নবীগঞ্জ থানা পুলিশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য আব্দুস ছোবহান মিয়া, বিদ্যা বাবুসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বাড়ির গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায় জানান, গভীর রাতে হঠাৎসুর চিকার শুনে ঘর থেকে বাহির হয়ে আগুনের কুন্ডলী দেখতে পাই। কোনমতে জীবন নিয়ে ঘর থেকে বেড় হয়ে আগুন নিবানোর চেষ্টা করি। কিন্তু কোনমতেই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। চোখের সামনে দেড় শত বছরের পুরনো আমাদের এই বাড়িটি আগুনে মাটির সাথে মিশিয়ে দিল।