রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে শহরে বিক্ষোভ ও মানববন্ধন
তারিখ: ১৫-নভেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, বাড়ীঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় নিমতলায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাসের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন অজিত কুমার পাল, কমরেড হীরেন্দ্র দত্ত, এডভোকেট সুধাংশু সূত্রধর, এডভোকেট মুরলী ধর দাশ, স্বপন লাল বণিক, শচীন্দ্র চন্দ্র গোপ, হীরেন্দ্র পুরকায়স্থ, ডাঃ স্বপন বড়–য়া, জন মাইকেল সরকার, নিতেন্দ্র সূত্রধর, আশুতোষ অধিকারী, শংকর রায়, বিপ্লব রায় চৌধুরী, বিপুল রায়, সজল রায়, হেমেন্দ্র দাস নিতাই, এডভোকেট নারদ চন্দ্র গোপ, এডভোকেট ঝন্টু দেব, এডভোকেট রাজগোপাল দাস চৌধুরী প্রমুখ। বক্তাগণ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। উক্ত সভায় জেলা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিঠির জেলা শাখার যুগ্ম সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম।

প্রথম পাতা