হবিগঞ্জ পৌর পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত ॥ শহরে অবৈধ টমটমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ॥ ভাড়া ৫ টাকা বহাল
তারিখ: ১৫-নভেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের গোপিনাথপুর পুকুর ও টমটম বিষয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। মেয়র আলহাজ্ব জি কে গউছের আহবানে মঙ্গলবার পৌরভবনের সভাকক্ষে পৌর পরিষদের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ পৌরসভার মালিকাধীন গোপিনাথপুর পুকুর দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহন করা সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ আলমগীরকে দায়িত্ব দেয়া হয়। পৌরসভার বিজ্ঞ কৌঁসুলির পরামর্শক্রমে আইনী প্রক্রিয়া যথাযথ অনুসরণ করে স্থায়ী কমিটির সহযোগিতায় দ্রুত উদ্যোগ নেয়ার জন্য সভায় গুরুত্বারোপ করা হয়। এছাড়াও আগামী ১৭ নভেম্বর পৌর পরিষদের উপস্থিতিতে গোপিনাথপুর পুকুরপাড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার সিদ্ধান্তও হয়। বিশেষ সভায় টমটম নিয়ে হবিগঞ্জ শহরের সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয় শহরের টমটম পরিবহন চালু হওয়ার পর তৎকালীন টমটম মালিক সমিতি ভাড়া ৫ টাকা নিধারন করে পৌরসভাকে অবহিত করলে যাত্রীসাধারণের সুবিধার্থে পৌরসভা তা গ্রহন করে। কিন্তু সম্প্রতি টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ পৌরসভাকে পাশ কাটিয়ে ভাড়া ১০ টাকা করে। ১০ টাকা ভাড়া নির্ধারনের ব্যাপারে পৌরসভাকে অবহিত করা হয়নি। টমটমের ভাড়া বৃদ্ধির ফলে শহরে সাধারন যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত টমটম চালকদের সাথে যাত্রীদের সমস্যা হতে দেখা যাচ্ছে। বিশেষ সভায় টমটম ভাড়া ৫ টাকা বহাল রাখার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবৈধ টমটমের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে পৌরকাউন্সিরল মোঃ জাহির উদ্দিনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি ১৫ দিনের মধ্যে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

সভায় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন গোপিনাথপুর পুকুর দখলমুক্ত করতে এবং অবৈধ টমটম বন্ধে পৌরসভা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। মেয়র বলেন, আমি মেয়র হিসেবে কোন দল বা কোন ধর্মের প্রতিনিধিত্ব করে না। আমি সব সময়ই সকল দলমত ও সকল ধর্মের মানুষকে নিয়ে হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম করে আসছি। অবৈধ দখলদারিত্ব প্রতিহত করতে এবং টমটমের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিয়ে পৌরসভা বদ্ধ পরিকর। সরকারী আইন অনুসরন করে শীঘ্রই এ সকল ব্যাপারে সকলকে সাথে নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে মেয়র প্রশাসন, সুশীল সমাজসহ সর্বস্তরের পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির, দীলিপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম ও পিয়ারা বেগম।

প্রথম পাতা