যুক্তরাজ্য বিএনপির কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মালেক সভাপতি কয়ছর সাধারন সম্পাদক নির্বাচিত
তারিখ: ১৭-জানুয়ারী-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

যুক্তরাজ্য বিএনপির কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এম এ মালেক সভাপতি ও কয়ছর এম আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৫ জানুয়ারী অনুষ্ঠিত যুক্তরাজ্য বিএনপির কাউন্সিলে তাদেরকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ছিল নমিনেশন ফর্ম সংগ্রহের তারিখ। এতে সভাপতি পদে তিনজন যথাক্রমে এম এ মালিক, শরিফুজ্জামান চৌধুরী তপন ও তাজ উদ্দিন নমিনেশন ফর্ম সংগ্রহ করেন। সাধারণ সম্পাদক পদের জন্য ৪ জন নমিনেশন ফর্ম সংগ্রহ করেন। তারা হলেন, যথাক্রমে কয়ছর এম আহমদ, নাসিম আহমদ চৌধুরী, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ ও এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। ১৩ জানুয়ারী সন্ধ্যা ৬ টা থেকে ৯টা পর্যন্ত ছিল নমিনেশন ফর্ম জমা দেয়ার শেষ সময়। কিন্তু এই সময়ের মধ্যে বর্তমান সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ছাড়া অন্য কোন প্রার্থী নমিনেশন ফর্ম কিনলেও জমা দেন নাই। এদিকে নমিনেশন প্রত্যাহার করার সময় ছিল গত রোববার, সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ১০ টা পর্যন্ত। এদিকে সহকারী নির্বাচন কমিশনার আব্দুল হামিদ চৌধুরী জানিয়েছেন যথাযথ নিয়ম মেনেই কাউন্সিল গত ১৫ই জানুয়ারী রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি এমএ মালেক তৃতীয় মেয়াদে যুক্তরাজ্য বিএনপির দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা  জানিয়েছেন।

প্রথম পাতা
শেষ পাতা