সদর উপজেলার নিজামপুরে যুবদলের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত সময়ে নিজামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে নিজামপুর গ্রামে যুবদলের সম্মেলন চলছিল। এক পর্যায়ে জেলা যুবদল সমর্থক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তারেক আহমেদ (১৬), লিলু মিয়া (৩০), শাহ জাহান (৩০)সহ ১০ জন আহত হয়।