নবীগঞ্জে চিকিৎসকের ভুল পরামর্শে হয়রানির শিকার নবজাতক ও তার স্বজনরা
তারিখ: ৯-সেপ্টেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

চিকিৎসকের ভুল পরামর্শে হয়রানির শিকার হয়েছে এক নবজাতক ও তার স্বজনরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলতলী বাজার এলাকায়। এ ঘটনাটি জানা জানি হবার পর এলাকায় শুরু হয় তোলপাড়। ওই চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহলসহ এলাকাবাসী। জানা যায়, ওই এলাকার রুবেল মিয়ার ৪০ দিন বয়সী শিশু ইসমত নাহার জিবা গত ৩১ আগস্ট ঘন ঘন হেচকি দিয়ে আসছিল। এতে উদ্বিগ্ন স্বজনরা তাকে নিয়ে স্থানীয় আউশকান্দি বাজারের অরবিট হাসপাতালে ডাঃ খায়রুল বাশারের শরণাপন্ন হন। এ সময় ডাঃ খায়রুল বাশার শিশুটির অবস্থা আশংকাজনক উল্লেখ করে দ্রুত মৌলভীবাজারের মামুন নামক একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আর্থিক সঙ্গতি না থাকলেও প্রাণ রক্ষার্থে শিশুটিকে নিয়ে ওই হাসপাতালে ছুটে যান স্বজনরা। সেখানে ভর্তির পরদিন চিকিৎসকের সাজানো নাটকের বিষয়টি আঁচ করতে পারেন শিশুটির মা। তিনি লক্ষ্য করেন তার শিশু কন্যা পুরোপুরি সুস্থ্য রয়েছে। এরপর সেখান থেকে বাড়ি ফিরেন তিনি। এ ব্যাপারে শিশুর মা শিরিনা বেগম অভিযোগ করে জানান, ডাক্তার তাকে আর্থিক, শারিরিক ও মানসিকভাবে হয়রানী করার জন্য ইচ্ছে করেই ভূল পরার্মশ দিয়েছেন। ডাক্তার খায়রুল বাশার ওই হাসপাতালের কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার জন্যই এমনটি করেন বলে তিনি জানান। অবশ্য সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. বাশারের দাবি, তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন মাত্র। এ ঘটনায় স্থানীয়দের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তারা মনে করেন, চিকিৎসকদের এমন আচরণ কোনভাবেই কাম্য নয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হবিগঞ্জের সচেতন মহল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

প্রথম পাতা
শেষ পাতা