নবীগঞ্জে স্বামীর সাথে অভিমান করে বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
তারিখ: ১৫-সেপ্টেম্বর-২০১৮
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ একটি ভাড়া বাসায় গতকাল শুক্রবার বিকেলে মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধু ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধু অভিমান করে আত্মহত্যার চেষ্টা চালায়। গতকাল বিকেলে নবীগঞ্জ শহরতলীর শেরপুর রোডস্থ একটি ভাড়া বাসায় ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের ইয়াহিয়া চৌধুরী’র স্ত্রী মাহমুদা বেগম (৩০) তার স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকা ১০/১২টি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার অন্যত্র রেফার করতে চাইলে স্বামীর পক্ষের লোকজনের অনুরোধে গূহবধু মাহমুদা বেগমকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, মাহমুদার স্বামী ইয়াহিয়া চৌধুরী প্রায়ই তাকে নির্যাতন করে আসছিল এবং সে অন্য মহিলার সাথে পরকিয়ায় আসক্ত থাকায় অবশেষে তার উপর অভিমান করে স্ত্রী মাহমুদা আত্মহত্যার চেষ্টা চালায়।

প্রথম পাতা