শ্রী শ্রী শচীমাতা ধাম কর্তৃক আয়োজিত রাধাষ্টমী উপলক্ষে ৪র্থ বার্ষিক পদব্রজে তীর্থযাত্রা সমাপন
তারিখ: ১৯-অক্টোবর-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নামÑচৈতন্য মহাপ্রভুর এই বাণীর বাস্তব প্রতিফলনের কারণেই গত ১৭ সেপ্টেম্বর সোমবার শ্রীমতি রাধা রানীর শুভ আর্বিভাব তিথি মহোৎসব উপলক্ষে শ্রীমঙ্গল শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া হতে শচীমাতা ধাম, বড়গাঁও, বাহুবল পর্যন্ত এক বিশাল পদব্রজে তীর্থযাত্রার আয়োজন করা হয়। উক্ত তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ যোগদান করেন। সকাল ৯টায় পদযাত্রা উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান শ্রীযুক্ত রনধীর দেব। তীর্থযাত্রা পরিচালনা করেন শচীমাতা ধামের অধ্যক্ষ শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাস ব্রহ্মচারী। দুপুর ১২টায় লছনা চা বাগানের দূর্গা মন্দিরে শ্রীমতি রাধা রানীর মহা অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পরে মহা প্রসাদ বিতরণ করা হয়। পথি মধ্যে স্থানে স্থানে ভাগবতীয় কথামৃত আলোচনা করা হয়। সমন্ত পথ ছিল হরি নামে মুখরিত। ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ, আনন্দ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। বিকাল ৫টায় তীর্থযাত্রাটি শচীমাতা ধামে এসে পৌঁছায় এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে তীর্থ যাত্রার সমাপ্তি ঘটে।

প্রথম পাতা