সদর হাসপাতালে রাতের আধারে গাইনী ওয়ার্ডে পুরুষ ॥ এ দায় কার?
তারিখ: ১৬-মার্চ-২০১৯
জাকারিয়া চৌধুরী ॥

 হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল জেলার প্রায় ২০ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসারআশ্রয় স্থল। এখানে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াইশত রোগী চিকিৎসানিয়ে থাকে। আর এর মধ্যে ২০ থেকে ৩০ জন রোগী গর্ভাবস্থায় ভর্তি হয় গাইনী ওয়ার্ডে। এ ওয়ার্ডে গর্ভবতী নারীদের সিজার থেকে শুরু করে নরমাল ভেলিভারিসহ সকল চিকিৎসাকরা হয়। কিন্তু চিকিৎসানিতে আসা রোগীদের পড়তে হচ্ছে নানান বিড়ম্বনায়। সবছেয়ে বেশি বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গাইনী ওয়ার্ডে পুরুষ থাকার কারণে। শুধু দিনের বেলায়ই নয়, রাতের আধারেও গাইনী ওয়ার্ডে পুরুষ ঘুমাচ্ছে। এমন দৃশ্য চোখে পড়ছে অহরহ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইনি ওয়ার্ডের একাধিক বেডে নারীদের পাশে ঘুমিয়ে আছে পুরুষরা। এসময় এ দৃশ্য ক্যামেরা বন্দি করতে চাইলে নড়চড়ে উঠে নার্সসহ কর্তব্যরত স্টাফরা। তাৎক্ষণিকসিনিয়র নার্স ঝর্ণাসহ সকল স্টাফরা পুরুষদের তড়িঘড়ি করে ঘুম থেকে উঠিয়ে ওয়ার্ড থেকে বের করে দেয়। গাইনী ওয়ার্ডে এরকম ঘটনা প্রতিনিয়তই চোখে পড়ছে। তবে এ বিষয়ে নির্বিকার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় যে কোন সময় ওই ওয়ার্ডে অনাকাঙ্খিত ঘটনার আশংকা করছেন রোগীর স্বজন ও দর্শনার্থীরা। প্রশ্ন দেখা দিয়েছে, এর দায় নিবে কে ? এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব জানান, গাইনী ওয়ার্ডে রাতের বেলায় পুরুষ থাকার কোন নিয়ম নেই। তবে রাতের বেলায়ও পুরুষ থাকছে বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গাইনী ওয়ার্ড থেকে রাতের বেলায় পুরুষদের বাহির করতে চাইলেও রোগীর সাথে আসা পুরুষরা তাতে কর্ণপাত করে না। অনেক সময় রোগীর স্বজনদের সাথে হাসপাতালের স্টাফদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।