বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাসির দাবীতে ॥ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
তারিখ: ১০-অক্টোবর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

ভারতের বিরুদ্ধে সমাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাস্টার্স দেওয়ায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ-কে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে সিনেমহল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, আব্দুল বারিক লিটন,  যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, আব্দুস সামাদ লিটন, আল-আমিন সর্দার, মহিদুল ইসলাম সুজন, জিবলু মিয়া, এনামুল হক এ্যানি, সহ-সাধারণ সম্পাদক-ইকবাল হোসেন সজীব, মোঃ নুর মিয়া, জুয়েল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল, মোঃ হেলাল মুর্শেদ, মোঃ শাহ উজ্জ্বল মিয়া, মোঃ আল-আমিন আহমেদ, আব্দুল কাদির, আব্দুল মুবিন মিজান, মুখলেছুর রহমান ঈশান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঈনুল ইসলাম পাপ্পু, সদস্য-রিফাত চৌধুরী, জয়নাল আবেদীন সোহাগ, আবুল কালাম বাচ্চু, রহমত আলী ইমরান, সায়মন আহমেদ, আবুল মুমিন শাকিল প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মোহন খান, মোঃ শাহ আলিম তালুকদার, মোঃ রাসেল মিয়া, মোঃ আলাউদ্দিন, মোঃ মামুন মিয়া, মোঃ আজিজুর রহমান, মোঃ বুলবুল আহমেদ, মোঃ মিনহাজ, রিদয়, সুহান।

পথসভায় বক্তারা আবরারকে হত্যার জন্য ঘাতকদেরকে ফাসি দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রথম পাতা