হবিগঞ্জস্থ মাধবপুর সমিতির নতুন কমিটি গঠন ॥ তাহের সভাপতি কাজী গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক শাহীন সাংগঠনিক
তারিখ: ৩-ডিসেম্বর-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জস্থ মাধবপুর সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় জেলা এডভোকেট সমিতি হলে সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির প্রধান উপদেষ্টা, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মোঃ জিয়া উদ্দিন ও শাহীন আহমেদ-এর যৌথ পরিচালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমিতির আহবায়ক এডভোকেট মোঃ আবু তাহের মিয়া। পরে সমিতির প্রধান উপদেষ্টা, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরী সমিতির নতুন কমিটি ঘোষনা করেন। এতে এডভোকেট মোঃ আবু তাহের মিয়াকে সভাপতি, আলহাজ্ব এখলাছুর রহমান, মোঃ জিয়া উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, এডভোকেট সুবীর রায়, নিয়াজুল বর চৌধুরী, শংখ শুভ্র রায়, এডঃ গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, আজহারুর ইসলাম উজ্জ্বল ও শেখ মোঃ জাহাঙ্গীর মিয়াকে সহ-সভাপতি, কাজী গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক, এডভোকেট শাহ আলম সরোয়ার ও আমজাদুর রহমান শিপনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, শাহীন আহমেদ, জুয়েল আহমেদ ও আনিসুজ্জামান জেবুকে সাংগঠনিক সম্পাদক, কাউছার মিয়াকে দপ্তর সম্পাদক, এডভোকেট কামরুজ্জামানকে সহ-দপ্তর সম্পাদক, মোঃ সুফিউল্লাহ দুলালকে প্রচার সম্পাদক, ডাঃ মিজানুর রহমানকে সহ-প্রচার সম্পাদক, মোঃ নাসির উদ্দিনকে অর্থ সম্পাদক, ফাতেমাতুজ জোহরা রিনাকে মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আরিফকে ছাত্র-বিষয়ক সম্পাদক, এডভোকেট মোঃ জসিম উদ্দিনকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ মিজবাহুজ্জামানকে শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক, মুফতি আলমগীর হোসেন সাইফীকে ধর্ম বিষয়ক সম্পাদক ও শওকত আকবর সোহেল, শেখ নজরুল হোসেন, এডভোকেট মোজাম্মেল হক রাসেল, রাসেল পারভেজ, বিশ্বজিৎ কুমার বণিক, সামছুর রহমান চৌধুরী সোহেল এবং এডভোকেট সুজা উদ্দিন চৌধুরী শাকিবকে সদস্য করে ৩৩ সদস্য বিশিষ্ট হবিগঞ্জস্থ মাধবপুর সমিতির নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া ওই সময় ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, এডভোকেট জসিম উদ্দিন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মনোয়ার আলী, এডভোকেট ফজলে আলী (সাবেক পিপি) ও উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ্জাহের প্রমূখ। পরে সভাপতির সমাপনী বক্তব্যে মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। পরিশেষে সমিতির কার্য নির্বাহী কমিটির উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত হয়।