বাহুবল উপজেলায় করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৬ এ দাঁড়িয়েছে। নতুন করে গতকাল সোমবার আরো ৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ মুখলেছুর রহমান উজ্জল নিশ্চিত করে জানান গত ১৪ ও১৫ জুন ঢাকায় পাঠানো নমুনার রিপোর্টে বাহুবল ৬ জন আক্রান্ত হিসেবে রিপোর্ট এসেছে। আক্রান্ত ৬ জনের মাঝে বাহুবল হাসপাতালের ১ জন নার্স, ১ সিএইচপি, ১ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ১ জন নোয়াঐ, ১ জন হামিদনগর, ১ পুর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। বাহুবল উপজেলায় ইতিপূর্বে ডাক্তার, নার্স, পুলিশসহ মোট আক্রান্ত ৪৬ জন। সুস্থ হয়েছেন ২১ জন। ইতিমধ্যে সরকারি ভাবে বাহুবল সদর ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে।