রত্নায় ট্রাক দিয়ে মোটর সাইকেল আরোহী ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা, সিলেট প্রেরণ
তারিখ: ২৩-ফেব্রুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কে ট্রাক চাপা দিয়ে মোটর সাইকেল আরোহী জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সুয়েব আহমদ ঠাকুর (৩৩) কে হত্যা চেষ্ঠা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ট্রাক চাপা দিয়ে হত্যা করতে না পারলেও তাকে বেধরড় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট (২য় পাতায় দেখুন) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ছাত্রদল নেতা মোহাম্মদ সুয়েব আহমদ ঠাকুর বানিয়াচংয়ের চাঁনপাড়া মহল্লার মৃত আলাউদ্দিন ঠাকুরের পুত্র। ২১ ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়- জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সুয়েব আহমদ ঠাকুরের সাথে রাজনৈতিক মতাদর্শসহ বিভিন্ন বিষয়াধি নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল। এরই জেরধরে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল নেতা মোহাম্মদ সুয়েব আহমদ ঠাকুরের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে মোহাম্মদ সুয়েব আহমদ ঠাকুর হবিগঞ্জ শহরে প্রয়োজনীয় কাজ শেষে মোটর সাইলে যোগে বাড়ি ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা রত্না এলাকায় একটি ট্রাক দিয়ে তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে রাস্তার পাশে মোটর সাইকেলসহ ছিটকে পড়েন ওই ছাত্রদল নেতা। পরবর্তীতে তারা মোহাম্মদ সুয়েব আহমদ ঠাকুরকে উপর্যপূরি কুপিয়ে ও লোহার রড এবং হকিস্ট্রিক দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মিঠুন রায় বলেন- আহত ছাত্রদল নেতা মোহাম্মদ সুয়েব আহমদ ঠাকুরের শরীর থেকে প্রচুর রক্ত করণ হয়েছে। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। তার শরীরের অসংখ্য আঘাতে চিহ্ন রয়েছে।