মাধবপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
তারিখ: ২৩-সেপ্টেম্বর-২০২২
মাধবপুর প্রতিনিধি \

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ওয়াসিম তালুকদার, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন, মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ সোহেল, পারুল আহমেদ, মীর খোরশেদ আলম, মাসুদ খাঁন, উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক  লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক প্রমূখ।
উক্ত সভায় উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের পূজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় মোট ১২২টি শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, মাধবপুর উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা। উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘেœ যাতে পূজা উদযাপন হয় এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যার যার অবস্থান থেকে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।