চুনারুঘাট মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের দিনে মাধবপুর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোননয়নপত্র বাতিল হয়েছে। রবিবার (১২মে) দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হাবিব উল্লাহ সুজন তথ্য গোপন রাখায় মনোনয়নপত্র বাতিল করেন। মাধবপুরে তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এক জনের মনোনয়নপত্র বাতিলের পর এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।
চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি নেতা এসএফ এম শাহজাহান ও আওয়ামিলীগ নেতা জাকির হোসেন চৌধুরী অসিম। ভাইস চেয়ারম্যান পদে বৈধ তিনজন হলেন, ধীরানায়েক সহ ৬জন। নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমাতুজ জোহরা রীনাসহ চারজন। এদিকে চুনারুঘাটে বিএনপি নেতা সৈয়দ লিয়াকত হাসানসহ ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে ও প্রতীক বরাদ্দ ২০মে। ভোটগ্রহণ করা হবে ৫ জুন।