৩ গুণীজনকে আজীবন সদস্য সম্মাননা প্রদান ও সংবর্ধনা দিল শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার
তারিখ: ২৭-এপ্রিল-২০২৫
মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ \

 ৩ গুণীজনকে আজীবন সদস্য সম্মাননা প্রধান ও সংবর্ধনা দিল শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার। সংবর্ধিত ও আজীবন সদস্য গুণীজনরা হলেন, সিলেট কোম্পানীগঞ্জ  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ড. মনোজ কান্তি দাশ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ড. সালাহ উদ্দীন আহমদ (হীরাজ) ও আবুধাবী প্রবাসী বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আব্দুল কাইয়ুম তালুকদার। গত শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও আজীবন সদস্য পদ প্রদান সংবর্ধনা  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আবদুল হক রেনু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক (অব:) অর্থনীতি অনার্স বিভাগীয় প্রধান মোঃ ফখরুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। নবীন থিয়েটারের উপদেষ্টা সৈয়দ ইলিয়াছ আহমদ, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও সংবর্ধিত গুণীজনরা। সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার রিপন চন্দ্র দেবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনে প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি বিজন ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নোমান আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাঈদ ফরহাদ, কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ আলী সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাস্টার বকুল চক্রবর্তী, কার্য নির্বাহী সদস্য কাসেম বিন হাজী হাসিম, চিকিৎসক মোঃ সোহেল আহমেদ প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মোহাম্মদ আলী সরকার। এর পরপরই  প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সকল নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন- মাস্টার রিপন চন্দ্র দেব। শেষে সংবর্ধিত গুণীজনদের হাতে আজীবন সদস্য সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি, বিষেশ অতিথিসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

প্রথম পাতা