আজমিরীগঞ্জে চিকিৎসকের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন
তারিখ: ২৭-এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার \

আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে ডাঃ অমল কুমার রায়ের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছে একটি পক্ষ। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে শনিবার স্থানীয় এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। হাজী টেনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কাকাইলছেও ইউনিয়ন শ্রমিক দল সভাপতি হান্নান মিয়া, ইউপি সদস্য আব্দুর রব মেম্বার, ইকবাল তালুকদার, উলামা পরিষদ নেতা আসাদুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন কাকাইলছেও শাখার সভাপতি দিপংকর কুমার রায়, নিতেশ কুমার রায়, ইব্রাহিম মিয়া, সাবাজ মিয়া, আব্বাস মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 
বক্তারা বলেন-কাকাইছেও বাজারস্থ বিশিষ্ট চিকিৎসক অমল কুমার রায়ের পৈত্রিক সম্পত্তি প্রস্তাবিত মেডিকেল এর জায়গা দীর্ঘদিন ধরে এলাকার আব্দুল হাসিমের ছেলে জাকির হোসেন ও আবুল মিয়া গংরা দখলের পায়তারা করছেন। তাদের এলাকার আরো কিছু লোকজন সহযোগিতা করছেন। এতে এলাকাবাসী বাধা দেওয়ায় জাকির হোসেন গং তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। সভায় বক্তারা আরো বলেন-ওই চক্রটি ইতিপূর্বে ভূয়া দলিল তৈরী করে এলাকার আরো নিরীহ মানুষের জায়গা দখল করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
 

প্রথম পাতা