প্রেস বিজ্ঞপ্তি \
'তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি' শীর্ষক সেমিনার এবং 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ মে) বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল। সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, যুগ্ম আহবায়ক শাহ সালাউদ্দিন টিটু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ৯টি উপজেলা, ৬টি পৌরসভা এবং ৩টি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় ঐক্য ও আন্দোলনে তারুণ্যের অগ্রণী ভ‚মিকার কথা তুলে ধরেন। সভাশেষে ঢাকার জনসভায় সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিট ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ হয়।