বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হবিগঞ্জ পৌরসভা শাখার আহŸায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বিশ্বজিৎ শেখর পুরকায়স্থকে আহŸায়ক ও ডা. অনুজ কান্তি দাশকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার আহŸায়ক এডভোকেট মিঠু চন্দ্র গোপ ও সদস্য সচিব রাজু কুমার দাস এই কমিটির অনুমোদন দেন।
কমিটির নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র যুগ্ম আহŸায়ক- প্রবিন রায়, যুগ্ম আহŸায়ক- মানিক সরকার, উত্তম সরকার, বিজয় রায়, অমিত মোদক, নিউটন সূত্রধর, সজল সূত্রধর, স্বপন দাস ও রাজু বিশ্বাস চঞ্চল। সদস্যরা হলেন প্রসূন কান্তি দাশ, গৌরাঙ্গ দাস, অধির গোপ, তড়িৎ দেবনাথ, সৌরভ দেব, দ্বীপ দেব, কিশোর মোদক, সুশেন দাশ, সুবল বনিক, গৌরাঙ্গ দাশ, শুভন রায়, শুভ রায় ও বাধন সরকার।