পৌর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ ॥ অবশেষে এলাকাবাসীর নিজ উদ্যোগে সংস্কার হয়েছে শহরের মাহমুদাবাদের জলাবদ্ধ রাস্তা
তারিখ: ২৬-মে-২০১৬
এইচ এম হেলিম ॥

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে এলাকাবাসীর উদ্যোগে সংস্কার হয়েছে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার একটি জরাজীর্ণ রাস্তা। ফলে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে আপাতত রক্ষা পেয়েছেন ভোক্তভোগী মানুষ। জানা যায়, শহরের শায়েস্তানগরস্থ গাউছিয়া মাদ্রাসা থেকে ডায়বেটিকস্ হাসপাতাল সড়কের মাহমুদাবাদ অংশের প্রায় ২ শত ফুট জায়গা দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ছিল। যে কারণে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই ওই স্থানে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হত। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিলেন এলাকাবাসী। বিষয়টি বহুবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কর্ণপাত করা হয়নি। স্থানীয় জন প্রতিনিধিরা নির্বাচনের পূর্বে প্রতিশ্র“তি দিলেও পরবর্তীতে ভুলে যান বেমালুম। এ অবস্থায় সম্প্রতি এলাকাবাসী কমিটি গঠনের মাধ্যমে চাঁদা উঠিয়ে প্রায় ২ শত ফুট রাস্তা একান্ত নিজেদের উদ্যোগে সংস্কার করেন। ফলে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা পান ভোক্তভোগী মানুষ। এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ জানান, এলাকাবাসী নিজ উদ্যোগে প্রায় পৌনে এক লক্ষ টাকা চাঁদা উঠিয়ে রাস্তাটি সংস্কার করেছেন। এলাকার অনেকেই পৌর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এতদিন চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। তারা রাস্তাটির স্থায়ী সংস্কারের দাবী জানান। রাস্তাটি সংস্কারে যারা বিশেষ ভাবে ভূমিকা পালন করেছেন তারা হলেন, এডভোকেট আব্দুল কাইয়ুম, হাজী সুরুজ মিয়া, নুর মিয়া, মরম আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রথম পাতা