শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল হক ক্যান্সারে আক্রান্ত ॥ দোয়া কামনা
তারিখ: ১০-ডিসেম্বর-২০১৬
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ফজলুল হক বর্তমানে আমেরিকা উইসপনসিন অঙ্গঁরাজ্যে বসবাসরত। তিনি শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। আলহাজ্ব মোঃ ফজলুল হক দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত অবস্থায় রয়েছেন। তিনি আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পন পত্রিকার সাবেক সম্পাদক। তিনি উইসপনসিনের ওয়াসায় অবস্থিত রিজিওন্যাল ক্যান্সার ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি বেচেঁ থাকলে ও সহসা তার পক্ষে দেশে ফেরা সম্ভব হচ্ছেনা। তিনি শায়েস্তাগঞ্জের আপামর জনসাধারনের নিকট এ জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে যদি মনের অজান্তে বা অগোচরে ইচ্ছা ও অনিচ্ছাকৃত ভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকেন এ জন্য তারা যেন নিজগুনে তাকে ক্ষমা করে দেন। শায়েস্তাগঞ্জবাসীর কাছে আমাদেরও এই প্রত্যাশা। উল্লেখ্য যে, তার পুত্র সন্তান নিয়াজ হক ওই হাসপাতাল ক্লিনিকের একজন এমডি এবং উইসপনসিন স্ট্রেইট মেডিকেল কলেজের পারটাইম লেকচারার। পিতার মেডিকেল বোর্ডের তিনিও একজন প্রতিনিধি। স্যারের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জবাসীর সকলের প্রতি দোয়া প্রার্থনা করছি।