বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা-হবিগঞ্জ প্রকাশ
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

লোকজ সংস্কৃতি বিষয়ক দেশব্যাপী বিস্তৃত তথ্যসমৃদ্ধ উপাদান নিয়ে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হলো, বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা-হবিগঞ্জ। গ্রন্থটি প্রকাশের পর গত ২৩ ফেব্র“য়ারি লেখকদের হাতে তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন- গ্রন্থটির প্রধান সমন্বয়কারী মরহুম মুহাম্মদ ইসমাইল তরফদার এর পক্ষে ছেলে মোঃ ইফতেখার তরফদার তারেক, সংগ্রাহক আবু সালেহ আহমদ, মোহাম্মদ আশরাফুল আলম ও ফজলুর রহমান জুয়েল। গ্রন্থমালার এই খন্ডে বর্তমান হবিগঞ্জ জেলার লোকজ সংস্কৃতির বিশদ পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে হবিগঞ্জের সমৃদ্ধ ফোকলোর উপাদান সমূহকে এঊঘজঊ ভিত্তিকভাবে সাজানো হয়েছে। গ্রন্থটি হবিগঞ্জের রাজনগর রোডস্থ বইপত্র লাইব্রেরীতে পাওয়া যাবে।

প্রথম পাতা
শেষ পাতা