শহরতলীর গোপায়ায় জালিয়াতির অভিযোগে এক ব্যক্তি আটক
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

সদর উপজেলার গোপায়া ইউনিয়নে জীবিত মহিলার মিথ্যা মৃত্যু সনদপত্র ও জাল ওয়ারিশান তৈরী করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গোপায়া গ্রামের মৃত আতাব আলীর পুত্র মোতাকাব্বির তালুকদার (৩৬)। গতকাল শনিবার রাতে শহরের কোর্ট স্টেশন এলাকার চক্ষু হাসপাতালের সামন থেকে সদর থানার এসআই দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুুলিশ তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানাযায়, গোপায়া গ্রামের খাইরুন্নেসা বেগমের পুত্র সুমন ও মোতাকাব্বির গোপায়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিনের সহযোগিতায় খাইরুন্নেসা বেগমের মিথ্যা মৃত্যু সনদপত্র ও জাল ওয়ারিশান পত্র তৈরী করে জমি বিক্রি করার চেষ্টা করে। পরে খাইরুন্নেসা বেগম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে গতকাল শনিবার সদর থানার এসআই দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট স্টেশন এলাকার চক্ষু হাসপাতালের সামন থেকে মোতাকাব্বির তালুকদারকে আটক করে।

প্রথম পাতা
শেষ পাতা