মহিলাসহ আহত ১০ ॥ ফের সংঘর্ষের আশঙ্কা ॥ মিরপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে বসত-ভিটা দখল নিয়ে সংঘর্ষ
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলের মিরপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে বসত-ভিটা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, মিরপুর গরু বাজারস্থ একটি বসত-ভিটা নিয়ে দীর্র্ঘদিন ধরে পশ্চিম জয়পুর গ্রামের আব্দুল্লা মিয়ার সাথে ফরিদ মিয়ার বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে আব্দুল্লা মিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর উভয়পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে ফরিদ মিয়ার লোকজন উল্লেখিত সময়ে বিরোধীয় ওই বসত-ভিটা দখল করতে যায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দিনব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ফজল মিয়া (৪০), সেলিম মিয়া (২৫), নাজনীন আক্তার (২৫) ও মুমিনা আক্তার (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও অন্যান্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

প্রথম পাতা
শেষ পাতা