বাহুবলে আজ থেকে রথযাত্রা উৎসব শুরু
তারিখ: ২৫-জুন-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

রথ যাত্রা উৎসব ১৪২৪বাংলা সবাইকে জানাই আভূমিণত প্রমাণ। শ্রী শ্রী শচী অঈঁন ধামের গৌর ভক্ত মন্ডলী -২বর্ষে এবার আয়োজন করতে যাচ্ছে রথ যাত্রা উৎসব। অনুষ্টান সূচির মধ্যে রয়েছে ৯ আষাঢ়,২৪শে জুন শনিবার রাত্র ৯ টায় শুভ অধিবাস, ১০আষাঢ় রবিবার সকাল ৯ টায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ, দুপুরে জগন্নাথ দেবের পূজা অর্চনা,দুপুর ২ঘটিকায় আলোচনা সভা, এতে প্রধান অতিথি থাকবেন জনাব আব্দুল হাই চেয়ারম্যান বাহুবল উপজেলা, বিশেষ অতিথি জসীম নির্বাহী অফিসার বাহুবল উপজেলা, অলিউর রহমান সাহেদ, সদস্য জেলা পরিষদ হবিগঞ্জ, সাইফুদ্দিন লিয়াকত চেয়াম্যান ৬নং মিরপুর ইউ/পি, হাবিবুর রহমান টেনু চেয়াম্যান ৫নংলামাতাশি ইউ/পি, তারা মিয়া সম্পাদক মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতিত্ব করবেন প্রফেসর নিখিল রন্জন ভট্টাচার্য্য সভাপতি শ্রী শ্রী শচী অঈঁন ধাম পরিচালনা কমিটি। বিকাল-৩টায় জগন্নাথ দেবের রথে আরোহন এবং রথের শোভা যাত্রা আরম্ভ। শোভা যাত্রা ইজ্জত নগর হয়ে মিরপুর চৌমুহনী,তারপর জগন্নাথদেব আগমন করবেন আমোদিনী ভীলায়(মাসীর বাড়ী) পশ্চিম রৌপশংকর। আমোদিনী ভীলায় (মাসীর বাড়ীতে) ৯ (নয়) দিন ব্যাপী অনুষ্টান সূচী- ১১ আষাঢ় সোমবার শ্রঢমদ্ভবত গীতা পাঠ -পাঠক প্রকৌশলী শ্যামল দেব-মিরপুর। ১২ আষাঢ় মঙ্গলবার- শ্রী শ্রী চৈত্যন চরিতামৃত পাঠ। পাঠক- এড: কিশোরী দেব শ্যামল, সম্পাদক গৌরবাণী পত্রিকা মৌলভী বাজার।

১৩ আষাঢ় বুধবার জগন্নাথদেবের লীলামৃত আলোাচনা। আলোচক- প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, সিলেট। ১৪আষাঢ় বৃহস্পতিবার- জগন্নাথের লীলামৃত আলোচনা, আলোচক, প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ শ্রী মংগল। ১৫আষাঢ় শুক্রবার- শ্রীশ্রী গীতা পারায়ন-পরিচালনায়, কৃষ্ণ দৈপায়ন বেদ মন্দির হবিগঞ্জ। ১৬আষাঢ় শনিবার- শ্রীমদ্ভবতগীতা পাঠ, পাঠক, প্রকৌশলী নানক সেন, শ্রীমংগল। ১৭আষাঢ় রবিবার- জগন্নাথদেবের লীলামৃত আলোচনা, আলোচক প্রভুপাদ নিরনজন গোস্বামী মৌলভী বাজার। ১৮আষাঢ় -সোমবার, শ্রী মদ্ভভগবত পাঠ, পাঠক, শ্রী মতি শীলা তালুকদার, মৌলভী বাজার। তারপর পদাবলী কীর্তন, বিকাল ৩টায় উল্টো রথ, এবারের রথ যাত্রার ও হাতি চড়ে আগমন, ও ঘোড়ায় চড়ে গমন। বিঃদ্র-প্রতিদিন দুপুরে প্রসাদের ব্যবস্হা রহিয়াছে। উক্ত অনুষ্টানে আপনারা আমন্তিত।আমন্তনে শ্রী শ্রী শচীঅঈঁন ধাম জয়পুর মিরপুর,বাহুবল,হবিগনজ।