রিচি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির
তারিখ: ২৫-জুন-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। দেশের মানুষজনকে বিভিন্ন ভাতা প্রদান করায় শেষে বয়সে এখন আর কাউকে পরিশ্রম করতে হয় না। তিনি আরো বলেন, দেশকে আরো এগিয়ে নিতে হলে গ্রামের লোকজনকেও সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনযোগী হয় এবং শিক্ষার হার বাড়ে। শুক্রবার বিকালে ৭০ লাখ টাকা ব্যয়ে রিচি উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং মসজিদ-মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এমপি আবু জাহির আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষার কোনও বিকল্প নেই। তাই সকলের সন্তান কে নিয়মিত স্কুলে পাঠানোর জন্য আহবান জানান এমপি আবু জাহির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিচি গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি ডাঃ বরকত আলী, রিচি পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ জিতু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ কামাল উদ্দিন, আব্দুল মান্নান সেলিম, আব্দুর রাজ্জাক, কাজল আহমেদ, আব্দুর রশিদ, মোঃ লাল মিয়া, গণি মিয়া, কৃষক লীগ নেতা আব্দুল হেকিম, ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদসহ এলাকার মুরুব্বিয়ান।