চিকিৎসা জনিত কারণে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস ঝরণা ডেন্টাল কেয়ার এ আগমন গঠলে মানস মাদক দ্রব্য নিরোধ সংস্থা হবিগজ্ঞ জেলা শাখার সভাপতি এ্যাওর্য়াড ও স্বর্ণ পদক প্রাপ্ত ডাঃ বিশ্বজিৎ আর্চায্য ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ঝরণা ডেন্টাল কেয়ার এর চিকিৎসা সেবা ও ডাঃ বিশ্বজিৎ আর্চায্যের প্রশংসা করেন এবং তিনি বলেন আমাদের এ ধরনের ডাঃ বিশ্বজিৎ আর্চায্যের মত চিকিৎসকের প্রয়োজন।