হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন, হবিগঞ্জ জেলার স্বাক্ষরতার হার মাত্র ৪৩ শতাংশ। এটি বিশেষ উদ্বেগের কারণ। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকলে সব ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এই বিষয়টির উন্নতি ঘটানোই আমার হবিগঞ্জে কর্মকালীন চ্যালেঞ্জ। তিনি গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্নযাত্রা হাতে নিয়েছে, তা এখন বাস্তব যাত্রা। সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্প নিয়ে মিডিয়াতে নিয়মিত সংবাদ প্রচার করা হলে জনগণের ক্ষমতায়ন বাড়বে। এছাড়াও হবিগঞ্জের খোয়াই নদীর সমস্যা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলা প্রশাসক বলেন, জঙ্গিবাদের বৈশ্যিক চরিত্র এক। সকল ধর্মেই কিছু লোক আছে, যারা অন্যমতকে মেনে নিতে পারে না। তাই তারা জঙ্গিতে পরিণত হয়। সরকার এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। হবিগঞ্জের বালু লুটপাটের বিষয়ে তিনি জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, প্রত্যেক মানুষ একজন পুলিশের ক্ষমতা রাখে। জনগণ যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে বালু লুটপাট সহজেই বন্ধ করা যাবে। মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন, এডিএম নূরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি বীর মু্িক্তযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, শোয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, শাহ ফখরুজ্জামান, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সায়েদুজ্জামান জাহির, জনকন্ঠের প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, শরীফ চৌধুরী, মইনুদ্দিন আহমেদ, দৈনিক হবিগঞ্জ সমাচারের নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, এসএম সুরুজ আলী, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, প্রিয় ডটকমের জেলা প্রতিনিধি এম সজলু প্রমুখ। মতবিনিময়কালে সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরলে জেলা প্রশাসক সেগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সেই আলোকে তার কর্মপরিকল্পনা গ্রহণ করবেন বলে ঘোষণা করেন।