পৌর যুবদল নেতা সাজনকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত
তারিখ: ৮-অগাস্ট-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজনকে প্রেফতারের প্রতিবাদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল।

সভায় মেয়র জি কে গউছ বলেন- আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় এসে দেশে নৈরাজ্য সৃষ্টি করে রাজতন্ত্র কায়েম করেছে। এই বাকশালী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে সাজনের মত হাজার হাজার নেতাকর্মীকে কারা নির্যাতিত হতে হচ্ছে। তাই এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি পাড়া মহল্লায় বিএনপির দূর্গ গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস এম বজলুর রহমান, মাহবুবুল হক হেলাল, মুজিবুর রহমান মুজিব, নাজমুল হাসান বাচ্চু, আব্দুল হক সরদার, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, কাজী শামছু মিয়া, সিরাজুল ইসলাম, সফিকুল ইসলাম সফিক, আশরাফুল আলম সবুজ, অরজিৎ সিং, নাসির উদ্দিন বাবু, গোলাম মাহবুব, আলী হোসেন, মঞ্জুর উদ্দিন মঞ্জু, তাজুল ইসলাম, তৌফিকুল ইসলাম রুবেল, আব্দুল হক, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, নাসির উদ্দিন মাহি, আনোয়ার হোসেন বাদল, জসিম উদ্দিন, মোঃ বজলু, জামাল মিয়া, মোবারক আহমেদ, এমদাদুল্লাহ খান, প্রবাল বণিক, শাহজাহান মিয়া, শামছুর রহমান জুয়েল, ইমরান হোসেন সাদ্দাম, সাবাজ আহমেদ প্রমুখ।

প্রথম পাতা