আজমিরীগঞ্জে মুরগির খাঁচায় শিয়ালের হানা
তারিখ: ৮-অগাস্ট-২০১৭
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জে মুরগির খাঁচায় শিয়ালের দল হানা দিয়েছে। এরই মধ্যে ৩টি মোরগ খেয়ে সাবার করে দিয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজারের রামকৃষ্ণ মিশন এলাকার মোঃ সেলিম মিয়ার মালিকানাধীন মশলা মিলে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে একদল শিয়াল হানা দেয়। শিয়ালের দল কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে মুরগির খাঁচায় হানা দিলে ৩টি মোরগ ধরে খেয়ে সাবার করে দেয়। এ সময় বাকি মোরগগুলো ছুটাছুটি করে, দৌড়ে পালিয়ে যায়। এলাকার লোকজন জানায়, প্রায় রাতেই খাবারের খোঁজে শিয়াল দল বেঁধে বাড়িঘরে হানা দিচ্ছে।

প্রথম পাতা