চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ
তারিখ: ৮-অগাস্ট-২০১৭
আজিজুল ইসলাম সজিব ॥

চুনারুঘাট উপজেলার আমতলী ইউপির আইজনাবাদ ও হাতুন্ডা চন্না পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার মধ্য রাতে এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, উপজেলার হুতুন্ডা গ্রামের সবুজ মিয়ার পুত্র মনছুর মিয়া (১৯) ও আইজনাবাদ এলাকার আব্দুল জাহিরের পুত্র নুরুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও হবিগঞ্জ থ-১১-২৪৫৯ নামে একটি সিএনজি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে  মামলা দেওয়া হয়েছে।

প্রথম পাতা