লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু ॥ এক ব্যক্তি আটক
তারিখ: ১৪-ফেব্রুয়ারী-২০১৮
আব্দুল মতিন, লাখাই ॥

লাখাইয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় কুদ্দুছ মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত নওয়াব আলী মোল্লার ছেলে। সোমবার রাত ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নূরে আলম (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি মুড়িয়াউক গ্রামের মৃত শারদ আলীর ছেলে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে ঘটেছে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা। এরই ধারাবাহিকতায় গত ৯ ফেব্র“য়ারী সকালেও তারা সংঘর্ষে লিপ্ত হলে বেশ কয়েকজন আহত হয়। এর মাঝে গুরুতর অবস্থায় কুদ্দুছ মোল্লাকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লাসহ ৯ দাঙ্গাবাজকে আটক করে আদালতে সোপর্দ  করে।

প্রথম পাতা
শেষ পাতা