বাহুবলে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি কেয়া চৌধুরী ॥ জননেত্রী শেখ হাসিনা সরকার তৃণমূলে শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করছে
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৮
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগান। এ বাগানের অতিকাছে ১৯৮১ সালে প্রায় দেড় একর জমির মধ্যে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান হয়। এ স্কুলের জমিদান করে স্কুল প্রতিষ্ঠান করেন পূর্ব ভাদেশ্বরের বাসিন্দা রফিজ উদ্দিন চৌধুরী। একটি ছনবাঁশের ঘর দিয়ে পাঠদানের কার্যক্রম শুরু হয়। সেই সময়ে বিষয়টি নজরে আসলে বীর মুক্তিযোদ্ধা কমানডেন্ট মানিক চৌধুরী এ স্কুলের ভবনের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। এরপর আরেকটি ভবন নির্মাণ হয়। গতকাল মঙ্গলভার দুপুরে ৭০ লাখ টাকা ব্যয়ে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কেয়া চৌধুরী। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য সামিউল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বার বার উন্নয়ন নিয়ে আসছি। এসব বরাদ্দ নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে জনকল্যাণে প্রদান করে যাচ্ছেন। ধারাবাহিক উন্নয়নের এ পর্যায়ে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭০ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে আনন্দ লেগেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কেয়া চৌধুরী কাজের মানুষ। তিনি কথা বলার আগে উন্নয়ন করে দেন। সবার পাশে রয়েছেন। এ ধরণের জনপ্রতিনিধিই আমরা চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে আমরা এ আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী হিসেবে দেখতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূর মিয়া, সহকারী প্রকৌশলী এএকেএম মাহবুবুল আলম, আওয়ামীলীগ নেতা ফরিদ তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলি, যুগ্ম-আহবায়ক মোশাহিদ আলী, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আপ্তাব উদ্দিন, সন্তান কমান্ড নেতা শামিমুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুর মায়া, নাসিম উদ্দিন, সাবেক সদস্য সফর উদ্দিন, চা শ্রমিক নেতা পিয়ারী লাল রবিদাস। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক প্রসিত কুমার দেব। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-তাজুল ইসলাম মোল্লা, আকবর হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রতন সরকার, সুলতানা আক্তার। পরিশেষে অভিভাবক, শিক্ষক আর ছাত্রছাত্রীর মিলনমেলায় ২০১৫ সালে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান এমপি কেয়া চৌধুরী।

প্রথম পাতা
শেষ পাতা